শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সিরাজগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জ, ১৯ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চর হামকুড়িয়া গ্রাম থেকে রোজিনা খাতুন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী নুরুল ইসলাম পলাতক রয়েছে।

আজ সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সে ওই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। তাড়াশ থানার ওসি (তদন্ত) ফজলে আশিক জানান, প্রায় ৮/৯ বছর আগে নোয়াখালী জেলা সদরের পিতৃমাতৃহীন রোজিনাকে বিয়ে করে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চর হামকুড়িয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে নুরুল ইসলাম।

এ বিয়ের কিছুদিন পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ হতো। রোববার সন্ধ্যা রাতে উভয়ের মধ্যে ঝগড়া বাধেঁ। সকালে নিজ ঘরে রোজিনার ঝলুন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কালচে দাগ রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত