বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • হাটহাজারীতে ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাটহাজারীতে ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাটহাজারীতে ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাটহাজারী (চট্টগ্রাম), ১৯ মার্চ, এবিনিউজ : হাটহাজারীতে কেক কাটার মধ্যে দিয়ে দৈনিক ভোরের ডাক পত্রিকার গৌরবময় পথচলার ২৭তম বর্ষপূর্তি পালন করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টার দিকে উপজেলা জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে ভোরের ডাক প্রতিনিধি ও অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো.মহিন উদ্দীনের সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী (ভুমি) কমিশনার এসআর আরমান শাকিল,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সেকান্দর আলম চৌধুরী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম,কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ও হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি দৈনিক আজাদী পত্রিকার প্রতিনিধি কেশব কুমার বড়ুয়া,দুর্নীতি প্রতিরোধ কমিটির সচিব দৈনিক ইত্তেফাক পত্রিকার হাটহাজারী সংবাদদাতা ও সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি এবং অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো.আতাউর রহমান মিয়া,

নিউজচিটাগাং২৪ ডট কমের নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন,ভোরের কাগজের উপজেলা সংবাদদাতা সিটিজিলাইভ নিউজের সম্পাদক সাংবাদিক সমিতির সভাপতি বাবলু দাশ,দৈনিক সরেজমিন বার্তা ও ভোরের পাতা পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আলাউদ্দীন,সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সময়’র প্রতিনিধি উজ্জল নাথ, সাংবাদিক মোজাফ্ফর হোসাইন সিকদার,উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেলিম এবং প্রবাসী ব্যবসায়ী জিয়াসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সারাবাংলার মানুষের হৃদয় জয় করে গৌরবময় ২৭টি বছর নানা চরাই-উৎরাই পেরিয়ে ২৮তম বর্ষে পর্দাপণ করলো দৈনিক ভোরের ডাক’। বর্ষপূর্তি উপলক্ষে রবিবার (১৮ মার্চ) সকাল থেকেই নানা আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক ভোরের ডাক’ পরিবার এই বিশেষ দিনটি পালন করেছে।

এবিএন/আলাউদ্দীন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত