![ময়মনসিংহে ১১ দিন পর শাওন এর লাশ কবর থেকে উত্তোলন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/19/abnews-24.bbb_131129.jpg)
ময়মনসিংহ, ১৯ মার্চ, এবিনিউজ : জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফি শাওনের লাশ ১১দির পর ময়না করার জন্য আজ সোমবার দুপুরে কবর থেকে উত্তোলন করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি ফুলবাড়িয়া শিউলি হরির উপস্থিতিতে শাওনের লাশ ফুলবাড়িয়া উপজেলার লক্ষিপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে উত্তোলন করে পুলিশ।
এ সময় মামলার তদন্তকারি দারোগা পলাশ কুমার রায়সহ মামলার বাদি এসআই মোস্তাফিজুর রহমান এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। গত ২৫ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের নেতা ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ কুদ্দুসের ছেলে আশফাক আল রাফি শাওনকে ময়মনসিংহ শহরে দুবৃত্তরা গুলি করে আহত করে। চিকিৎসাধীন অবস্থায় ৮ মাচ তার মৃত্যু হয়। পরদিন ৯ মাচ বিনা ময়না তদন্তে তার লাশ দাফন করা হয়।
প্রতিবাদের মুখে পুলিশ মামলা করে। ময়না তদন্তের জন্য লাশ কবর থেকে উত্তোলনের জন্য আদালতে আবেদন করলে আদালতের নির্দেশে পুলিশের উপস্থিতিতে সোমবার লাশ উত্তোলন করে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
এদিকে, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আলরাফী শাওনের রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় আটকৃত সঞ্জয় দত্ত (২৬), এস এম আরিফুল হক (২৭) ও আমিনুল ইসলাম হিমেলকে (২৭) কে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।
গতকাল রবিবার মামলার তদন্তকারী কর্মকতা এসআই পলাশ আসামীদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে ১নং সিনিয়র জুডিসিয়াল আদালতের বিজ্ঞ বিচারক মাসুদুল হক ৩দিনের রিমান্ড আদেশ দেন ।
এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/তোহা