বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দুর্গাপুরে ৩ গ্রামের খাবার পানির ভরসা পাহাড়ী ঝর্ণা

দুর্গাপুরে ৩ গ্রামের খাবার পানির ভরসা পাহাড়ী ঝর্ণা

দুর্গাপুরে ৩ গ্রামের খাবার পানির ভরসা পাহাড়ী ঝর্ণা

দুর্গাপুর (নেত্রকোনা), ১৯ মার্চ, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী আদিবাসী ৩ গ্রামের মধ্যে স্বাস্থ্য সম্মত খাবার পানির ব্যাবস্থা একমাত্র পাহাড়ী ঝর্না। এ বিষয়ে আজ সোমবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী দাহাপাড়া, উত্তর ভবানীপুর ও কোনাপাড়া ৩ আদিবাসী গ্রামে স্বাস্থ্য সম্মত পানির ব্যবস্থা না থাকায় ভারতের মেঘালয় রাজ্যের সীমানার ওপার থেকে পাহাড় বেয়ে আসা ঝর্নাই আদিবাসী জনগোষ্ঠীর সু-পেয় পানির একমাত্র ভরসা।

এ নিয়ে দাহাপাড়া গ্রামের আদিবাসী গৃহিনী বিনিতা ¤্রং বলেন, সব সময় তুলনা মুলক পানি না আসায় মাঝে মধ্যে আমাদের খাবার পানির সমস্যাসহ পানি সংগ্রহ করতে লম্বা লাইনে প্রায় ঘন্টা খানেক দাঁড়িয়ে পানি সংগ্রহ করতে হয়। এছাড়া বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমিয়ে রেখে বেশ কিছুদিন তা পান করি। পানি সংগ্রহ নিয়ে বিমনা সাংমা বলেন, এ গ্রামের মান্দি (পুরুষ) গুলাই ২গ্রাম পর থেকে কলস দিয়ে খাবার পানি সংগ্রহ করে আনে। পাহাড়ের পার্শ্বের ছড়ার (খাল) পানি গোসল ও কাপড় ধোয়ার কাজে ব্যবহার করি।

এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক বলেন, এ গ্রাম গুলোতে ইচ্ছা থাকা সত্বেও কোন নলকুপ স্থাপন করা সম্ভব হয় না, কারন সব দিকে মাটি নীচে শুধু পাথর আর পাথর। এখানে সরকারী সহায়তায় একটা বড় ধরনের কুয়া স্থাপন করে পার্শ্বেবর্তী নদী বা টিউবওয়েলের পানি সংরক্ষনের ব্যবস্থা করতে পারলে আশপাশের গ্রাম গুলোর সু-পেয় পানির চাহিদা মেটানো সম্ভব হবে। এতবড় কাজ সম্পাদনে সরকারের সহায়তা ছাড়া সম্ভব নয়।

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত