![কাউখালীতে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/19/abnews-24.bbbbbbbbbbb_131141.jpg)
কাউখালী (পিরোজপুর), ১৯ মার্চ, এবিনিউজ : পিরোজপুরের কাউখালী উপজেলার চার নম্বর চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়ন জমিয়াতুল মুছলিহীনের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল গতকাল রবিবার মাগরিব বাদ উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করেন হযরত মাওলানা মুহাম্মাদ খলিলুর রহমান নেছারাবাদী হুজুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিঠু, চিরাপাড়া-পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ খান খোকন সহ আরও অনেকে। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা