![চকরিয়ায় আ.লীগ নেতার সংবাদ সম্মেলন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/19/chokoria_131148.jpg)
চকরিয়া (কক্সবাজার), ১৯ মার্চ, এবিনিউজ : লামা উপজেলার ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ দাফব করেছেন, সমাজসেবায় মানুষের মন জয়ের পাশাপাশি বিগত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ায় আমি ষড়যন্ত্র ও হয়রানীর শিকার হচ্ছি।
রাজনৈতিক উত্থান ঠেকাতে আমাকে ইয়াবা পাচার ঘটনায় জড়িয়ে মিথ্যা মামলায় আসামী করেছে ইর্ষান্বিত একটি মহল। ওই মহলটি আমার বড় ভাইয়ের তালকপ্রাপ্ত স্ত্রীকে বাদী করে দায়ের করা একটি মামলায়ও আমাকে জড়ানো হয়েছে। ওই মহলটি যেকোন উপায়ে আমাকে এলাকা ছাড়া করতে অপতৎপরতা চালাচ্ছে।
আজ সোমবার বিকেলে চকরিয়া পৌরশহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা আহসান এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরো দাবি করেন, আইনী প্রক্রিয়ায় আমার ভাইয়ের সাথে তাঁর স্ত্রী শেফায়েতুন নেছার ডিভোর্স কার্যকর হলেও ফাইতং ইউনিয়নের কতিপয় মহল তাকে দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে আমার পরিবার ও আমার বিরুদ্ধে।
সর্বশেষ তাঁরা ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি পরিকল্পিতভাবে ওই নারীকে দিয়ে ইয়াবা নাটক তৈরী করে আমাকে ফাঁসাতে পুলিশে খবর দেয়। ওইদিন বিকেলে চকরিয়া থানা পুলিশ আমাকে ডেকে নিয়ে গ্রেফতার করে। পরদিন আমাকে তিনশত পিস্ ইয়াবা উদ্ধার সংক্রান্ত মামলার আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়। আদালত আমাকে জেলহাজতে প্রেরণ করেন।
তিনি বলেন, আইনী প্রক্রিয়ায় আমি গত ১২ মার্চ কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিনের মাধ্যমে কারামুক্ত হই। আইনের রক্ষক ও এলাকাবাসীর কাছে আমার প্রশ্ন কী অপরাধে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্মান ক্ষুন্ন ও ক্ষতিগ্রস্ত করা হলো।
এ ব্যাপারে প্রশাসন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে তদন্ত করা হলে আসল সত্য ও কুচক্রী মহলের চক্রান্ত উম্মোচিত হবে।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি