বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

নাসিরনগরে পূর্ব বিরোধের জেরে নিহত ১, আহত ৫

নাসিরনগরে পূর্ব বিরোধের জেরে নিহত ১, আহত ৫

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ১৯ মার্চ, এবিনিউজ : পূর্ব বিরোধ ও মামলা মোকদ্দমার জের ধরে প্রতি পক্ষের হাতে ১ যুবক খুন হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল অনুমান ১০ ঘটিকার সময় জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে চিতনা গ্রামের নাসির মিয়া ও মাজু মিয়ার গোষ্ঠীর লোকজনের মাঝে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জের ধরে উভয় পক্ষের মাঝে একাধিক মামলা মোকদ্দমাও চলমান রয়েছে।

হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রুবেলের পিতা মোঃ নাসির মিয়া জানান, সকালে তিনি তার ছেলে রুবেলকে নিয়ে জমিতে হালচাষ করতে গেলে মাজু মিয়ার গোষ্ঠীর শুক্কুর মিয়া.জব্বর মিয়া, সিরাজ মিয়া,মোর্শেদ মিয়া. তাজুল ইসলাম, আলম মিয়া, দেওয়ান আলী, খলিল মিয়া, ফরিদ মিয়া সহ প্রায় শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত আক্রমন চালায়।

এ সময় খবর পেয়ে রুবেলের বাড়ীর কয়েকজন লোক দৌড়ে ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে নিহত রুবেল (২২)সহ উভয় পক্ষের প্রায় ৫জন আহত হয়। আহতদের মাঝে রুবেলের পিতা নাসির মিয়া (৬০),মা রোকেয়া বেগম (৫০) ও আহেদা বেগম (২২)কে নাসিরনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুমুর্ষ অবস্থায় রুবেল (২২) ও শুক্কুর আলী (২৮) কে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে যাওয়ার পথেই রুবেল মৃতুূবরণ করে। হাসপাতালে নিযে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত্য ঘোষনা করে।

এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু জাফর এ প্রতিনিধিকে বলেন জমিতে চাষ দেওয়ার সময় মাজু মিয়ার লোকজন নাসির মিয়ার লোকজনের উপর হামলা করলে রুবেল মিয়া খুন হয়। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে এখনো মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এবিএন/আব্দুল হান্নান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত