বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গোদাগাড়ীতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক

গোদাগাড়ীতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক

গোদাগাড়ী (রাজশাহী), ১৯ মার্চ, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার সাগুয়ান (ঘুন্টিঘর) এলাকায় নিজ বাড়ি হতে আটক করা হয়। আটককৃত যুবক উপজেলার সাগুয়ান (ঘুন্টিঘর) গ্রামের সাজেমান হকের ছেলে ফারুক (৩৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তের রাজশাহী বিভাগীয় গোয়েন্দার সহকারী পরিচালক এমদাদুল হক মিঠুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুব ভোরে উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের সাগুয়ান (ঘুন্টিঘর) গ্রামের সাদিকুলের বাড়ীতে তল্লাশী চালিয় নিজ শয়ন কক্ষে বিছানার নিচে ২ প্যাকেটে মোট ১৫০ গ্রাম উদ্ধার করা হয়। ডার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আলতাফ হোসেন বলেন, রাজশাহী মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে সন্দেহজনক ভাবে তল্লাশী চালিয়ে ১৫০ গ্রাম হহেরোইনসহ এক যুবককে আটক করা হয়। আটককৃত যুবকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত