![দাউদকান্দিতে প্রফেসর আব্দুর রব এর স্বরণ সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/19/abnews-24.bbbbbbbbbbbbbbbb_131161.jpg)
দাউদকান্দি (কুমিল্লা), ১৯ মার্চ, এবিনিউজ : দাউদকান্দি প্রেসক্লাবের দাতা সদস্য সাংবাদিক ও শিক্ষানুরাগী প্রফেসর মরহুম আব্দুর রব এর স্বরণ সভা করেছে গৌরীপুর ভয়েজার ইংলিশ মিডিয়াম স্কুল। আজ সোমবার বিকাল সাড়ে তিনটায় মরহুমের সর্বশেষ কর্মস্থল ভয়েজার পরিবারের উদ্যোগে উপজেলার গৌরীপুর ক্যাম্পাসে মরহুমের এ স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গৌরীপুর ভয়েজার ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ মোঃ সুমন এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন দাউদকান্দি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক নুরুল গনি। এ ছাড়া স্বরণসভায় উপস্থিত ছিলেন মরহুম আবদুর রবের ছেলে আশিকুর রহমান মাসুদসহ প্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থীরা মরহুমের বর্নাঢ্য জীবনি নিয়ে আলোচনা করেন। । উল্লেখ্য যে গত ৯মার্চ রাতে ঢাকার বারডেম হাসপাতালে প্রফেসর আব্দুর রব' ইন্তেকাল করেন।
এবিএন/জাকির হোসেন হাজারী/জসিম/তোহা