বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কচাকাটায় বিএনপির গণসংযোগ ও উঠান বৈঠক

কচাকাটায় বিএনপির গণসংযোগ ও উঠান বৈঠক

কচাকাটা (কুড়িগ্রাম), ১৯ মার্চ, এবিনিউজ : কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলায় বিএনপির গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গণসংযোগ ও উঠান বৈঠক কয়েকটি গ্রামে অনুষ্ঠিত হয়। সেই সাথে বিএনপির মৃত নেতা কর্মীদের কবর জিয়ারত করা হয়।

উক্ত উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জনাব আলহাজ্ব সাইফুর রহমান (রানা), উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামাল মিয়া, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, কচাকাটা থানা সমন্নয়ক ও কেদার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান তোলা ব্যাপারি।

আরও উপস্থিত ছিলেন কেদার বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, যুবদলের ইউনিয়ন সভাপতি ও সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ।

গণসংযোগ ও উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কেদার ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সৈয়দ আহম্মেদ বাচ্চু ব্যাপারি।

এছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিএন/মনিরুল ইসলাম মিলন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত