![চিরিরবন্দরে বে-সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে পাঠদান বন্ধ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/19/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_131164.jpg)
চিরিরবন্দর (দিনাজপুর), ১৯ মার্চ, এবিনিউজ : দিনাজপুরের চিরিরবন্দরে বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শ্রেণিতে পাঠদান বন্ধ থাকায় অভিভাবক, শিক্ষার্থীরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
জানা গেছে, উপজেলার বে-সরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও শিক্ষকদের শ্রেণিতে পাঠদান বন্ধ রয়েছে। ক’জন প্রতিষ্ঠান প্রধান জানান, শিক্ষক সমিতির কেন্দ্রিয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
রশিদুল হক, ইব্রাহিম হোসেন, খমিরউদ্দিন ও শাহজাহান নামে ক’জন অভিভাবক জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস না হওয়ায় তাদের সন্তানরা বাড়িতে পড়শুনা করছে না। বিদ্যালয়েও যেতে চাচ্ছে না। পড়ালেখায় অমনোযোগী হয়ে পড়েছে। সকাল বেলা প্রয়োজনীয় টাকা নিয়ে চাপে পড়ে তারা স্কুলে গেলেও কিছু সময় পর বাড়িতে ফিরে এসে ঘুমিয়ে পড়ছে। উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোরশেদ উল আলম জানান, শ্রেণি পাঠদান বন্ধ থাকায় হ্যান্ডবল, ফুটবল খেলা ছাত্রীদের শেখানো হচ্ছে। কিছু মেয়ে শ্রেণিকক্ষে গান করছে। এভাবেই শিক্ষার্থীদের ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।
সমিতির সাধারণ সম্পাদক চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাবউদ্দিন সরকার জানান, শ্রেণি পাঠদান বন্ধ থাকায় উপস্থিতি কমে গেছে। এতে প্রতিষ্ঠানসহ শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে। জরুরিভিত্তিতে সরকারের জাতীয়করণ দাবি মেনে নেয়া প্রয়োজন। ক’জন সহকারি শিক্ষক জানান, ক্লাস না হওয়ায় তাদের অলস সময় কাটাতে হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম রব্বানী বলেন, গত রবিবার ক’টি শিক্ষাপ্রতিষ্ঠানে আর্কস্মিক পরিদর্শনে গিয়ে প্রয়োজনের তুলনায় স্বল্প সংখ্যক শিক্ষার্থী উপস্থিত পাওয়া গেছে। এছাড়াও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলে যাওয়ায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে গেছেন। অনেক শিক্ষার্থীরা বাজারে ঘোরাফেরা করছে। যা বিরুপ অবস্থার সৃষ্টি করছে। তিনি শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানান।
এবিএন/রফিকুল ইসলাম/জসিম/তোহা