![কয়রায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার বাছাই সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/19/koyra_131167.jpg)
কয়রা (খুলনা), ১৯ মার্চ, এবিনিউজ : উপজেলার ২নং বাগালী ইউনিয়নের বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধি ভাতার বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের মাঠে এ বাছাই কার্যক্রম চলে।
বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাগালী ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি আঃ সাত্তার পাড়া, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, উপজেলা সমাজেসেবা অফিসার ও ইউএনও’র প্রতিনিধি অনাথ কুমার বিশ্বাস, সাবেক মেম্বর নাহার পারভীন, প্রেসক্লাব সভাপতি সদর উদ্দিন আহমেদ, সমাজসেবা অফিসের সহকারী কর্মকর্তা আ. গফুর, গোপাল চন্দ্র প্রমুখ।
অপেক্ষমান তালিকাসহ প্রতি ওয়ার্ডভিত্তিক ৪৫ জন করে বয়স্ক দুস্থ নারী পুরুদের সরকার প্রদত্ত ভাতার আওতায় নেওয়ার জন্য চুড়ান্ত বাছাই করা হয়।
এর মধ্যে প্রতি ওয়ার্ডে বয়স্ক ভাতার আওতার ৩০ জন এবং বিধবা ভাতার আওতায় ১৫ জন অর্ন্তভুক্ত করা হবে বলে জানিয়েছেন সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস।
এবিএন/শাহীন/জসিম/এমসি