![দিনাজপুরে পুলিশ কর্তৃক প্রতারক লিলুফার গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/19/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_131169.jpg)
ফুলবাড়ী (দিনাজপুর), ১৯ মার্চ, এবিনিউজ : দিনাজপুর শহরের ভূয়া চেকের মামলায় কোতয়ালী পুলিশ লিলুফার ইয়াছমিন নামে এক প্রতারককে আটক করেছে। জানা গেছে, দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী এলাকার মো. খলিলের স্ত্রী হোসনে আরা বুড়ি’র নিকট গত ৭ ফেব্রুয়ারি’১৭ তারিখে ফকিরপাড়াস্থ আসাদুজ্জামান জুয়েলের স্ত্রী লিলুফার ইয়াছমিন হাওলাদ হিসাবে নগদ ২ লাখ টাকা গ্রহণ করে এবং টাকা গ্রহণের সময় কথা থাকে যে, চাহিবামাত্র পরিশোধ করবেন মর্মে তার বিপরীতে গত ৭ ফেব্রুয়ারি’১৭ তারিখে আইএফআইসি ব্যাংক লিঃ, দিনাজপুর শাখার একটি চেক প্রদান করেন।
যার হিসাব নং-৬০৮৩৪২১৩৩৯০৩৫, চেক নং-এসএডি-৫৬৪০২৪৭। গত ২৮ মে ২০১৭ তারিখে শেষবারের মতো টাকা ফেরত চাইলে লিলুফার ইয়াছমিন ব্যাংক থেকে টাকা তুলে নিতে বলেন। হোসনে আরা বুড়ি টাকা তুলতে গেলে অপর্যাপ্ত তহবিল মন্তব্য করে ব্যাংক কর্তৃপক্ষ ২৮ মে’ ১৭ তারিখে উক্ত চেকটি ফেরত দেন। বিপাকে পড়ে হোসনে আরা বুড়ি গত ৪ জুন’১৭ তারিখে এ্যাডভোকেটের মাধ্যমে লিলুফার ইয়াছমিনের নিকট লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। গত ৬ জুন’ ১৭ তারিখে লিলুফার ইয়াছমিন লিগ্যাল নোটিশ গ্রহণ করলেও কোন জবাব দেননি।
যার ফলশ্রুতিতে নিগোশিয়েবল ইন্সট্রুমেন্ট এ্যাক্ট ১৮৮১ (সংশোধিত/০৬) এর ১৩৮ ধারায় হোসনে আরা বুড়ি বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত -১ (সদর) দিনাজপুর-এ নিলুফার ইয়াছমিনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-সি.আর ৪৫১সি/১৭ সদর। এই মামলার প্রেক্ষিতে গত ১৭ মার্চ’১৮ তারিখে কোতয়ালী পুলিশ ভুয়া চেকের মামলার ঘটনায় প্রতারক নিলুফার ইয়াছমিনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।
এবিএন/আফজাল হোসেন/জসিম/তোহা