ফুলবাড়ী (দিনাজপুর), ১৯ মার্চ, এবিনিউজ : প্রতি মাসের মত এবারও অনুষ্ঠিত হলো দিনাজপুর প্রেসক্লাবের মাসিক সাহিত্য সভা। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্্সী বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক পুনর্ভবা পত্রিকার সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মানিক রঞ্জন বসাক।
আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট সাহিত্যিক ও কবি মাসুদ মোস্তাফিজ, মাহবুব আলী, গবেষক জবায়ের আলী জুয়েল ও ডাঃ মুহাম্মদ শহিদুল্লাহ্। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু। মাসিক সাহিত্য উদ্বোধন করতে গিয়ে বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন বলেন আমাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরবে কবি সাহিত্যিকদের লেখনির মাধ্যমে। সভাপতির বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্্সী বাচ্চু বলেন অবক্ষয় মুক্ত সমাজ গড়তে সাহিত্য ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই।
একজন কবি ও সাহিত্যিক তার সাহিত্য চর্চ্চার মধ্যমে আমাদের যুব সমাজবে মানবতার কল্যাণে ধাবিত করতে পারেন। মাসিক সাহিত্য সভায় কবিতা পাঠ করেন মাহমুদ আক্তার, ইয়াসমিন আরা রানু, আবুল হোসেন আকন্দ, সতির্থ রহমান, জাকিয়া তাবাসসুম জুঁই, ইসরাইল বেপারী, কমল কুজুর, শাহাবাজ আলী খান, আকবর আলী, ওয়াসিম আহম্মেদ শান্ত, আবুল কুদ্দুস, মোমিনুল ইসলাম, রোজিনা খাতুন, এস,এম,ডি হিরা, বেলাল উদ্দিনসহ ৬০জন কবি।
এবিএন/আফজাল হোসেন/জসিম/তোহা