![জগন্নাথপুরে রক্তের গ্রুপ নির্ণয় শীর্ষক আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/19/sunamgonj_abnews24 copy_131174.jpg)
জগন্নাথপুর (সুনামগঞ্জ), ১৯ মার্চ, এবিনিউজ : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে ও আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা শাখার সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় জগন্নাথপুর ডিগ্রি কলেজে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ জননেতা সিদ্দিক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক ও জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ রুহেল প্রমুখ।
জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রুয়েল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহা আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিক আহমদ বলেন, রক্তদানের মত মহৎ কাজে অনেকেই এগিয়ে আসবেন। কোনো মানুষ যাতে রক্তের অভাবে অকালে ঝড়ে না যায়, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।
তিনি জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। আলোচনা সভা শেষে কলেজের প্রায় ২ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এবিএন/রিয়াজ রহমান/জসিম/এমসি