বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খাগড়াছড়িতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়িতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়িতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়ি, ১৯ মার্চ, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলায় সদর উপজেলার ৪নং পেরাছড়া ইউনিয়নে ১৭-১৮অর্থ বছরে এলজিএসটি-৩ অর্থায়নে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে অচাই পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা। ৪নং পেরাছড়া ইউপি’র চেয়ারম্যান অচাই পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনার কমিটির সভাপতি তপন বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ, শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রে’র নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল নোমান, খাগড়াছড়ি ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর নয়ন জ্যোতি চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা শরৎ কুমার ত্রিপুরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আশেকুর রহমান, পেরছড়া ইউপি’র মেম্বার সোনামনি চাকমা।

আলোচনা সভায় অচাই পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাইহ্লাউ মারমা উপস্থাপনায় বক্তব্য রাখেন গ্রাম প্রধান কিত্তি রন্জন ত্রিপুরা, সাংবাদিক চাইথোয়াই মারমা, মেম্বার খোকন বিকাশ ত্রিপুরা প্রমুখ।

প্রধান অতিথি বলেন, প্রত্যন্ত এলাকার প্রতিবেশীদের সহযোগীতায় সার্ব্বজনীন এ রকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠা উদ্দ্যোগটি অত্যন্ত মহতি। প্রতিষ্টানটি সকলেই দায়িত্ব বর্তায়। বর্তমান সফল প্রধানমন্ত্রী শিক্ষাবান্দ্বব সরকার হিসেবে তৃণমূল পর্যায় ঝরে পড়া শিশুদের এগিয়ে এসেছে। দায়িত্ব যেহেতু আছে, সেহেতু সার্বিক সহযোগীতার আশ^াস দেন।

শেষে অচাই পাড়া বেসরকারি প্রাথামিক বিদ্যালয়ের ৪০ জন ছাত্র/ছাত্রীদের মাঝে প্রতিজনকে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত