![খাগড়াছড়িতে পরিবার পরিকল্পনা মেলা শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/19/start_abnews_131184.jpg)
খাগড়াছড়ি, ১৯ মার্চ, এবিনিউজ : পার্বত্য জেলা খাগড়াছড়িতে ‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়েছে দুই দিনব্যাপি পরিবার পরিকল্পনা মেলা।
গতকাল রবিবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম আভ্যন্তরীন উদ্ভাস্তু শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ উপলক্ষে জেলা পরিবার পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপ-পরিচালক বিপ্লব বড়ৃয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ড. গোফরান ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন, পার্বত্য জেলা পরিষদের সদস্য এমএ জব্বার, সিভিল সার্জন ডা: শওকত হোসেন প্রমুখ।
পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজিত মেলায় এসময় পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কর্মকান্ড উপস্থাপন ও সচেতনমুলক লিফলেট বিতরণ করা হয়। এবছর এ মেলায় ২০টি ষ্টল স্থান পেয়েছে। মেলা চলবে আজ সোমবার পর্যন্ত।
প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে একটি পরিবারের সামগ্রীক উন্নয়নে পথে অন্যতম সহায়ক হিসেবে কাজ করে বলে মন্তব্য করেছেন।
তিনি আরো বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে একটি পরিবারের ভবিষ্যতে কিভাবে পরিচালিত হবে সে বিষয়েও পরিকল্পনার প্রয়োজন। আর পরিকল্পিত পরিবার গড়ে তোলার লক্ষ্যে পাহাড়ের তৃণমূল পর্যায়ের জনসাধারণকে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ ও বাল্য বিয়ে বন্ধে আরো সচেতন করতে হবে।
দুই দিনব্যাপি পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/এমসি