বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মেলান্দহে বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠানে বখাটেদের উৎপাত

মেলান্দহে বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠানে বখাটেদের উৎপাত

মেলান্দহে বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠানে বখাটেদের উৎপাত

জামালপুর, ১৯ মার্চ, এবিনিউজ : জামালপুরের মেলান্দহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠান চলাকালে বহিরাগতদের উৎপাতের ঘটনায় হট্রগোল হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে। জানাগেছে, স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। ছাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনুষ্ঠানে প্রশাসন-এসএমসি’র লোকজন-শিক্ষক-অভিভাবক ছাড়া বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এতে কিছু বখাটে এবং বহিরাগতরা ক্ষিপ্ত হয়ে পড়ে। অনুষ্ঠানচলাকালে একপর্যায়ে বখাটেরা প্রবেশ করে। এতে ছাত্রীদের অনুষ্ঠান বিঘি্নত হয়।

এমতাবস্থায় স্কুলের শিক্ষক-ম্যানেজিং কমিটির লোকজন বহিরাগতদের তাড়িয়ে দেন। এ ক্ষোভে দেয়াল টপকিয়ে বহিরাগতরা ছাত্রীদের অনুষ্ঠানে আবারো প্রবেশ করলে হট্রগোলের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে বহিরাগত মামুন নামে একজনকে প্রধান শিক্ষকের কার্যালয়ে আটকে রাখে। পরে নবনির্বাচিত ছাত্রলীগের সভাপতি খালেদ আল হোসাইন আরজুর মধ্যস্থতায় আটক মামুনকে ছাড়িয়ে নেন।

প্রধান অশিক্ষক হামেদা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন-ইউএনও তামিম আল ইয়ামীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-শ্রমিক লীগের সভাপতি আলহাজ কিসমত পাশা, উপজেলা আ.লীগের সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ডা. ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল প্রমুখ।

এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত