শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কুমিল্লায় কবরস্থানের জায়গা দখলের অভিযোগ

কুমিল্লায় কবরস্থানের জায়গা দখলের অভিযোগ

কুমিল্লা, ১৯ মার্চ, এবিনিউজ : কুমিল্লা আদর্শ সদর উপজেলার কৃষ্ণনগর ঘোড়ামারা গ্রামে শতবর্ষীয় কবরস্থান দখল করার অভিযোগ উঠেছে একই গ্রামের মো. আলমগীর সরকারের বিরুদ্ধে। কবরস্থানটি উদ্ধার করে প্রভাবশালীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি স্থানীয়দের।

কৃষ্ণনগর ঘোড়ামারা গ্রামে দুই শতাধিক লোকের সাক্ষরিত এক লিখিত অভিযোগে জানা যায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার কৃষ্ণনগর ঘোড়ামারা গ্রামে মৃত. আব্দুল মালেক এর পুত্র মো: আলমগীর সরকার, একই গ্রমের বসত আলীর পুত্র মো: অহিদ মিয়া, মো: আব্দুল ওয়াদুদ সহ একটি প্রভাবশালী চক্র অবৈধ ক্ষমতা দেখিয়ে কৃষ্ণনগর ঘোড়ামারা গ্রামের শতবর্তীয় পারিবারিক কবরস্থানের মাঝখান দিয়ে রাস্তার জন্য জায়গা বিক্রি করে দেয় একটি হাউজিং কোম্পানীর কাছে।

ওই জায়গা বিক্রির টাকা তারা আত্মসাৎ করে। অথচ কবরস্থানের উত্তর পাশে ফিশারিজের কারণে মাটি ভেঙ্গে প্রায় ৬/৭টি মৃত দেহ মাছের খাদ্য হয়ে পানিতে মিশে গেছে। এছাড়াও চক্রটি কবরস্থানে কবরের উপর দিয়ে ট্রাক্টরের মাধ্যমে মাটি নিয়ে পাশ^বর্তী জায়গা ভরাট করছে। এতে প্রায়ই কবর খোলে লাশ বেড়িয়ে আসছে। চক্রটির ভয়ে স্থানীয়রা এ বিষয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। এমতাবস্থায় গ্রামে প্রায় দুই শতাধিক লোক একত্রিত হয়ে প্রভাবশালিদের বিরুদ্ধে লিখিত কাগজে সাক্ষর করে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, যারা কবরস্থানের জায়গা দখল করেছে তারা এতই প্রভাবশালি তাদের বয়ে স্থানীরা কেউ তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস করছে না।

এ বিষয়ে দূর্গাপুর ইউনিয়রে ইউপি মেম্বার আব্দুল জলিল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমার জানান নেই।

এ প্রসঙ্গে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মোহাম্মদ আলী বলেন, করবস্থান হচ্ছে মানুষের শেষ ঠিকানা। যারা কবরস্থানের জায়গা দখল করে কেয়ামতের মাঠে আল্লাহ কঠিণ শাস্তি দিবেন।

এবিএন/শাকিল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত