![রাজাপুরে সাংবাদিকদের মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/19/rajapur_131191.jpg)
ঝালকাঠি, ১৯ মার্চ, এবিনিউজ : বরিশালে ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সুমন হাসানের ওপর ডিবি পুলিশের নির্মম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঝালকাঠির রাজাপুরের সাংবাদিকরা।
আজ সোমবার সকালে রাজাপুর থানার সামনের সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন- দখিনের খবর’র ঝালকাঠি ব্যুরোচীফ দিবস তালুকদার, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আল আমিন তালুকদার, রাজাপুর সাংবাদিক ক্লাব সভাপতি রহিম রেজা, রাজাপুর রিপোটার্স ইউনিটির সভাপতি আউয়াল গাজী, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব সোহাগ, রাজাপুর সাংবাদিক ক্লাব সাধারন সম্পাদক এনামুল হক প্রমুখ।
বক্তারা সাংবাদিক নির্যাতনকারী পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নির্যাতনকারীদের শাস্তি না হলে পুলিশের সংবাদ বর্জনসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
এসময় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে উপস্থিত হয়ে সংহতি জানান।
এবিএন/রহিম রেজা/জসিম/এমসি