![বন্দরে ইয়াবা ব্যাবসায়ীসহ গ্রেপ্তার ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/19/arrest_abenws_131194.jpg)
বন্দর (নারায়ণগঞ্জ), ১৯ মার্চ, এবিনিউজ : বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী সাব্বিরসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ওই সময় পুলিশ ধৃতদের কাছ থেকে ১শ’ ৭৩ পিস ইয়াবা উদ্ধার করে।
গতকাল রবিবার রাতে বন্দর থানার মাহমুদনগরস্থ সিমেক্স সিমেন্ট ঘাট ও শুভকরদী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৬০(৩)১৮ ও ৬১(৩)১৮। পুলিশ জানিয়েছে, বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার বশির মিয়ার ছেলে মাদক স¤্রাট সাব্বিরের দেহ তল্লাশী করে ১শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত অপরজন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নস্থ শুভকরদী এলাকার আব্দুল মতিন মিয়ার ছেলে আনোয়ার (২৮) ও কলাগাছিয়া এলাকার মৃত জান মোহাম্মদ মিয়ার ছেলে জুয়েল (৩৫) এর দেহ তল্লাশী করে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতদের পৃথক ২টি মাদক মামলায় আজ সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি