![উলিপুরে মৎস্য খামার পরিদর্শন করলেন ইউএনও](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/19/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_131197.jpg)
উলিপুর (কুড়িগ্রাম), ১৯ মার্চ, এবিনিউজ : কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর গ্রামের সাদিয়া মৎস্য খামার আজ সোমবার দপুরে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস অফিসার জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, মৎস্য খামার মালিক আবু সাঈদ সুমন প্রমূখ।
মৎস্য খামার মালিক জানান, এবারে তিনি এক একর জমিতে শুধু সিং ও মাগুর মাছ ৫০ মনের আশাবাদী। এছাড়া তিনি রুই, কাতলা, মৃগেল পাবদা, গোলশা, পাঙ্গাশ, কই, তেলাপোয়া সহ বিভিন্ন প্রকার মাছ চাষ করেছেন। ২০১৭ সালে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসাবে পুরস্কার পেয়েছেন। জেলা মৎস্য বিভাগ শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসাবে যে ৩জন নাম প্রেরণ করেছেন তার মধ্যে আবু সাঈদ সুমন ২ নম্বর তালিকায়।
এবিএন/আব্দুল মালেক/জসিম/তোহা