বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বঙ্গোপসাগরে ২৮১ পর্যটকবাহী জাহাজ বিকল

বঙ্গোপসাগরে ২৮১ পর্যটকবাহী জাহাজ বিকল
ফাইল ফটো

ঢাকা, ১৯ মার্চ, এবিনিউজ : চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া রুটে চলাচলকারী এমভি মনিরুল হক জাহাজ ২৮১ জন যাত্রী নিয়ে বঙ্গোপসাগরে আটকা পড়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইঞ্জিন বিকল হয়ে যাত্রীসহ ওই জাহাজটি বঙ্গোপসাগরে আটকা পড়ে।

বিআইডাব্লিউটিসি সূত্রে জানা গেছে, এমভি মনিরুল হক বিকেলে চট্টগ্রাম থেকে ২৮১ জন যাত্রী নিয়ে হাতিয়ার উদ্দেশে রওনা দেয়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে বঙ্গোপসাগরে আটকে যায়।

বিষয়টি নিশ্চিত করে ওই জাহাজে থাকা যাত্রী মো. মান্নান জানান, চট্টগ্রাম থেকে বিকেলে জাহাজটি হাতিয়ার উদ্দেশে রওয়ানা দেয়। সন্ধ্যায় ইঞ্জিন বিকল হয়ে যাত্রীসহ বঙ্গোপসাগরে আটকা পড়ে। এখনো সাগরে ভাসছে জাহাজটি। কোনো জাহাজ উদ্ধারে এখনো ঘটনাস্থলে আসেনি।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত