![বাগমারায় উত্তম কৃষি পদ্ধতির মাঠ দিবস](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/19/sova_abenws_131213.jpg)
বাগমারা (রাজশাহী), ১৯ মার্চ, এবিনিউজ : রাজশাহীর বাগমারায় টমেটো চাষে উত্তম কৃষি পদ্ধতির মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উত্তম কৃষি পদ্ধতি বিশেষ করে ফেরোমেল ট্রাপের ব্যবহার। পরিচ্ছন্ন চাষাবাদ এবং কীটনাশকের ব্যবহার কমানো।
আজ সোমবার বিকেলে এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের রায়াপুর গ্রামে দুই শতাধিক কৃষকদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ফিল্ড ফ্যাসিলিটেটর সমীর রায়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাইফ আব্দুল্লাহ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের জেলা সমন্বয়কারী জহিরুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন- উপসহকারী কৃষি অফিসার নুরুল ইসলাম, শরিফুল ইসলাম, ডেপুটি এক্সিকিউটিভ, ইস্পাহানী আবু সাইদ, এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ফিল্ড ফ্যাসিলিটেটর আব্দুর রহমান, আব্দুল মান্নান, কৃষক আফজাল হোসেন প্রমুখ।
এবিএন/শামীম রেজা/জসিম/এমসি