![আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/19/atok2_131222.jpg)
আশাশুনি (সাতক্ষীরা), ১৯ মার্চ, এবিনিউজ : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ.এস.আই জহুরুল ও এ.এস.আই আসলাম অভিযান চালিয়ে সাজা জিআর ৮৮/১২-এ ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড মাথায় নিয়ে পলাতক আনুলিয়া গ্রামের মৃত খা সাহেব ঢালীর পুত্র আ. হাকিমকে গ্রেফতার করেন।
এ.এস.আই জহুরুল, আসলাম ও মাহবুব পৃথক অভিযানে সিআর ৩৫/১৭, ১০০/১৬ ও ১৩/১৭ এর ওয়ারেন্টের আসামী কাকবাসিয়া গ্রামের মৃত শুকুর আলি গাজীর পুত্র ইউনুছকে, এ.এস.আই ফারুক অভিযান চালিয়ে নাঃ ও শিঃ মামলা ৩১৭/১৬ এর আসামী মধ্যম বড়দল গ্রামের ইমরান গাজীর পুত্র রতœাকে এবং এসআই বিশ^জিৎ পৃথক অভিযানে বাইনতলা গ্রামের কামরুল ইসলাম মোল্যাকে আটক করেন।
তাকে ২৮(৮)১৭ মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি মাটি কাটার সময় সীমানা পিলার (ম্যাগনেটিক পিলার বা থাম) পেয়ে গায়েব করেছেন মর্মে পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে।
এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি