![আশাশুনিতে বিশেষ সেবা সপ্তাহের এডভোকেসী সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/19/sova_abnews_131224.jpg)
আশাশুনি (সাতক্ষীরা), ১৯ মার্চ, এবিনিউজ : আশাশুনিতে স্বল্পোন্নত দেশের অবস্থান থেকে মধ্যম আয়ের দেশে উত্তোরণে যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন-২০১৮ উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহের এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২০ থেকে ২৫ মার্চ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পক্ষ থেকে দেশব্যাপী বিশেষ সেবা সপ্তাহ পালন করা হবে।
এ উপলক্ষে আয়োজিন এডভোকেসী সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন। পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় সকল ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি