রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

আটপাড়ায় আ.লীগ নেতার বাড়িতে হামলা

আটপাড়ায় আ.লীগ নেতার বাড়িতে হামলা

আটপাড়া (নেত্রকোনা), ১৯ মার্চ, এবিনিউজ : গতকাল রবিবার সুখারী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির বাড়ীতে হামলা, লুটপাট ও ভাংচুর ঘটনায় জড়িত ২ আসামীকে গ্রেফতার করেছে আটপাড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- হাতিয়র গ্রামের টিটু মিয়া ও ইমরান।

জানা যায়, ওয়ার্ড সভাপতির ছেলে মাসুদ রানার সঙ্গে ভাড়া নিয়ে একই ইউনিয়নের হাতিয়া গ্রামের অটোরিক্সার ড্রাইভার টিটু মিয়ার গত শুক্রবার ঝগড়া হয়। পরে ঐ দিন সন্ধ্যায় টিটু মিয়া ও ইমরানের নেতৃত্বে ৩০-৩৫ জনের সন্ত্রাসী বাহিনী সভাপতির বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলায় সভাপতি গুরতর আহত হন। হামলাকারীরা চলে যাওয়ার সময় লুটপাট করে।

ওয়ার্ড সভাপতি মো. হাবিল মিয়া বাদী হয়ে ১৯ জনকে আসামী করে আটপাড়া থানায় মামলা দায়ের করেন। হামলার ঘটনায় সুখারী ইউনিয়ন আ.লীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

আটপাড়া থানার দক্ষ অফিসার ইনচার্জ মো. রমিজুল হক তাৎক্ষণিকভাবে ২ জনকে আটক করেন।

এবিএন/আসাদুজ্জামান খান সোহাগ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত