![চকরিয়ায় মৃত গরুর মাংস বিক্রয়কালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/19/chokoria_131229.jpg)
চকরিয়া (কক্সবাজার), ১৯ মার্চ, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়া পৌরসভার গ্রামীণ ব্যাংক সেন্টারে মৃত গরুর মাংস বিক্রয়কালে ভ্রাম্যমাণ আদালত অভিয়ান চালিয়েছে। টের পেয়ে মৃত গরুর মাংস বিক্রয়ে জড়িত তিনজন পালিয়ে গেলেও মো. রুবেল (২৭)কে আটক করে ৪০ হাজার টাকা জরিমানা আদায়ের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
আজ সোমবার সকাল সাড়ে ৯টা দিকে এই অভিযান চালানো হয়।
গ্রামীণ ব্যাক সেন্টারে মৃত গরু জবাই করে মাংস বিক্রয় হচ্ছে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে ভেটেরিনারী সার্জন ডা. ফেরদৌসি আক্তার ও চকরিয়া পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মো. হায়দার আলীসহ একদল পুলিশ নিয়ে অভিযানে যাওয়া মাত্রই মৃত গরু মাংস বিক্রয়রত তিনজন পালিয়ে যায়।
এসময় আটক করা হয় পৌরসভার করাইয়াঘোনার মৃত কবির আহমদের ছেলে মো. রুবেলকে (২৭)। পরে জরিমানা আদায় ও মুচলেকা দিয়ে সে মুক্তি পায়। অভিযানকালে উদ্ধার করা মৃত গরুর মাংস পুঁতে ফেলা হয়।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি