শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পঞ্চগড়ে পিকাপ ও মোটরসাইকেল সংর্ঘষে নিহত ১, আহত ১

পঞ্চগড়ে পিকাপ ও মোটরসাইকেল সংর্ঘষে নিহত ১, আহত ১

পঞ্চগড়ে পিকাপ ও মোটরসাইকেল সংর্ঘষে নিহত ১, আহত ১

পঞ্চগড়, ১৯ মার্চ, এবিনিউজ : পঞ্চগড়ে পিকাপ ও মোটরসাইকেল সংর্ঘষে মামুনুর রশিদ (৩২) নামে এক জন নিহত ও রফিকুল ইসলাম (৩৫) নামে একজন আহত হয়েছে।

নিহত মামুনুর রশিদ রংপুরের পিরগাছা উপজেলার নন্দিগঞ্জ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। আহত রফিকুল ইসলাম বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আতয়ার আলীর ছেলে।

আজ সোমবার বিকেলে জেলার জগদল তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের চৈতন্যপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মামুনুর ও রফিকুল মোটরসাইকেল যোগে তেঁতুলিয়া যাওয়ার সময় চৈতন্যপাড়া এলাকায় নর্থ বেঙ্গল চা কারখানার একটি পিকাপের সাথে সংর্ঘষে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন মামুনুর। পরে আহত রফিকুলকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হলে কত্যব্যরত ডাক্তার তাকে রংপুর মেডিকেলে প্রেরণ করেন।

খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশটি উদ্ধার করে।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক একজন নিহত ও একজন আহতের বিষয়টি নিশ্চত করেন।

এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত