![লালমনিরহাটে মাদকসহ গ্রেফতার ৬](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/20/arrest_abnews_131258.jpg)
লালমনিরহাট, ২০ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল ও গাজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ভোরে জেলার হাতীবান্ধা, আদিতমারী, কালীগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ শত ৮৪ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাজা উদ্ধার করেন পুলিশ।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, সদর থানা পুলিশের উপ-পরিদর্শক সেলিম রেজা ওই উপজেলার তিস্তা সেতু এলাকায় অভিযান চালায়।
এ সময় ৫ কেজি ভারতীয় গাঁজাসহ আলমগীর হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। একই সময় সদর থানা পুলিশ ৫ বোতল ফেন্সিডিলসহ বিপ্লব হোসেন ও আদিতমারী থানা পুলিশ অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মিষ্টার হোসেন নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
এ দিকে হাতীবান্ধা থানার পুলিশের উপ-পরিদর্শক নুর আলম ওই উপজেলার সিঙ্গিমারী এলাকায় অভিযান চালিয়ে ১ শত ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এসময় আমির হোসেন ও সুকুমার রায় নামে দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
এছাড়া কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ বোতল ফেন্সিডিলসহ ফজুল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
পরে তাদের লালমনিরহাট জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার এস এম রশিদুল হক।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি