বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • উপজেলা প্রশাসনের আয়োজনে কয়রায় আনন্দ র‌্যালী ও আলোচনা সভা
বাংলাদেশ নিন্ম আয়ের দেশ থেকে নিন্ম মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ায়

উপজেলা প্রশাসনের আয়োজনে কয়রায় আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

উপজেলা প্রশাসনের আয়োজনে কয়রায় আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

কয়রা(খুলনা) , ২০ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ নিন্ম আয়ের দেশ থেকে নিন্ম মধ্যবিত্ত আয়ের দেশে উত্তরনে জাতিসংঘের নির্ধারিত শর্তাবলী অর্জন করায় এই অনবদ্য অর্জন উদযাপন উপলক্ষে আজ কয়রা উপজেলা সদরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় আনন্দ শোভাযাত্রার বিশাল র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, থানা পুলিশ, শিক্ষক সহ বিপুল সংখ্যক ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করেন।

র‌্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, এসআই রাজিউল আমীন, জমির উদ্দিন, খায়রুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ বাহাউল ইসলাম, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ এড. কেরামত আলী, প্রেসক্লাব সভাপতি সদর উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক খায়রুল আলম, কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ নিমাই চন্দ্র মন্ডল, পরিবার কল্যান পরিদর্শক এসএম হেনরি কিসিঞ্জার প্রমুখ। আলোচনা শেষে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরন করা হয়।

এবিএন/শহীদুল্লাহ শাহিন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত