বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কালিগঞ্জে নতুন বিদ্যুৎ লাইন সংযোগের উদ্বোধন

কালিগঞ্জে নতুন বিদ্যুৎ লাইন সংযোগের উদ্বোধন

কালিগঞ্জ, ২০ মার্চ, এবিনিউজ : কালিগঞ্জ উপজেলা মথুরেশপুর ইউনিয়নের প্রবাজপুর গ্রামের সকল পরিবারে শতভাগ নতুন বিদ্যুৎ লাইন সংযোগের শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।

গতকাল সোমবার বিকাল ৫ টায় প্রবাজপুর গ্রামবাসির আয়োজনে গড়ের হাটখোলায় নতুন বিদ্যুৎ লাইন সংযোগের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মথুরেশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি অলিউর রহমানের সঞ্চালনায় এবং ৬ নং- ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পুলাক কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।

তিনি বলেন ২০০৯ সালের পূর্ব বিদ্যুৎ বিভাগের অবস্থা ছিলো অনেকটা বিপর্যস্ত। বর্তমানে বিদ্যুৎ বিভাগে এসেছে অভূতপূর্ব পরিবর্তন যা সম্ভব হয়েছে বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টার কারণে। একসময় বিদ্যুৎতের অভাবে দেশের অর্থনিতি ছিলো পর্যুদস্ত, শিল্প বানিজ্য ছিল স্থবিল এবং জনজীবনে লোডশেডিং অসহনীয়। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী, সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহন ও বাস্তবায়নের ফলে বিদ্যুৎ খাতে অভূত পূর্ব সাফল্য অর্জিত হয়েছে। শুধু বিদ্যুৎ খাতে নয় বর্তমান সরকার সকল সেক্টরেই সফলতা অর্জন করেছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির, কালিগঞ্জ জোনের পাওয়ার হাউজ কো-অডিনেটর শরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক হাবিব ফেরদাউস শিমুল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহিত্য বি-চোধুরি, সাবেক ক্রীড়া সম্পাদক অনিক মেহেদী, মথুরেশপুর ইউনিয়ন ৬ নং- ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ নুরুল হুদা, ইউপি সদস্য নূর মোহাম্মদ, শহিদুল ইসলাম বদরুল মথুরেশপুর ইউনিয়ন তাতীলীগের সভাপতি সুমন ঘোষ, ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি সুধি ও সাংবাদিকবৃন্দ।

এবিএন/মোঃ রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত