শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

তনুর খুনীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

তনুর খুনীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা, ২০ মার্চ, এবিনিউজ : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ধর্ষক ও খুনীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দোয়া অনুষ্ঠান, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে।

আজ মঙ্গলবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটার তনুর স্মরণ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। থিয়েটারের কর্মীরা তনুর আত্মার মাগফেরাত কামনা করে প্রার্থনা করে।

এদিকে ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীরা বিভাগের মেধাবী ছাত্রী তনুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে কলাভবন থেকে শোক র‌্যালী বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিন করে। পরে বঙ্গবন্ধু চত্ত্বরে মানববন্ধনে অংশ নেয় ছাত্রছাত্রীরা। তারা তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে শ্লোগান দেয়।

এবিএন/ শাকিল মোল্লা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত