বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সুনামগঞ্জে জেলা তথ্য অফিসের সাথে সাংবাদিকদের প্রেসব্রিফিং

সুনামগঞ্জে জেলা তথ্য অফিসের সাথে সাংবাদিকদের প্রেসব্রিফিং

সুনামগঞ্জে জেলা তথ্য অফিসের সাথে সাংবাদিকদের প্রেসব্রিফিং

সুনামগঞ্জ, ২০ মার্চ, এবিনিউজ : স্বল্পোন্নত দেশে হতে উন্নয়নশীল দেশে যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য অর্জন উপলক্ষে সুনামগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে পুরাতন শিল্পকলা একাডেমিতে প্রেস ব্রিফিংকালে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের ওঠার যোগ্যতা অর্জনের স্বীকৃতিপত্র পেয়েছে।

এ উপলক্ষে জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসনের উদ্যেগে ৫ দিনের কর্মসুচী নেয়া হয়েছে। আজ মঙ্গলবার শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আগামী ২২ মার্চ স্ব স্ব প্রতিষ্ঠানে আলোচনা সভা, ২২ মার্চ আনন্দ শোভাযাত্রা ও সন্ধ্যায় তথ্য চিত্র প্রদর্শনী, ২৩ মার্চ শুকবার মসজিদে বয়ান ও দোয়া মাহফিল বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ, ২৪ মার্চ সন্ধ্যায় জারিগান,সারিগানের অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসুচী নেয়া হয়েছে। প্রতিটি কর্মসূচি সফলের লক্ষে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও কালচারাল অফিসার আহমেদ মুঞ্জুরুল হক পাবেলের পরিচালনায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক এমরান হোসেন বলেন, বাংলাদেশকে এক সময় তলা বিহীন ঝুড়ি বলা হত,এখন বলা হয় উন্নয়নের রোল মডেল। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিশে^ দুর্যোগ মোকাবেলায় শীর্ষে রয়েছে। সবাই মিলে কাজ করলে দেশ আরো এগিয়ে যাবে।

মেডিকেল অফিসার ডা. আবুল কালাম বলেন, আগে প্রশিক্ষণবিহীন ধাত্রী দিয়ে সন্ত্রান প্রসব করানো হতো, এখন আর প্রশিক্ষন বিহীন ধাত্রীদের প্রয়োজন হয় না। চিকিৎসেবা সেবায় ব্যাপক উন্নতি হয়েছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সামছুল আবেদন প্রমুখ।

অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পঙ্কজ কান্তি দে, দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মো. সেলিম আহমদ তালুকদার, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আল হেলাল প্রমুখ।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত