![সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/20/rally-abnews_131279.jpg)
সুনামগঞ্জ, ২০ মার্চ, এবিনিউজ : বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে এবং বিএনপির চেয়ারপারসন এর বিরুদ্ধে প্রহসনমূলক মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপি ও যুবদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিলটি শহরের পুরাতন বাসটেন্ড থেকে শুরু হয়ে কামার খালি পয়েন্ট গেলে পুলিশি বাধার মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমানের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি আ.ত.ম মিসবাহ, জেলা বিএনপি সহ-সভাপতি নাদের আহমদ,সেলিম উদ্দিন যুগ্ম স¤পাদক নাসিম উদ্দিন লালা, সুয়েব আহমদ, মো. মুনাজ্জির হোসেন সুজন জেলা যুবদলের আহ্বায়ক আনসার উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এ্যাড. মামুনুর রশিদ কয়েছ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারের নামে তামাশা বন্ধ করে নেত্রীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জেলা বিএনপি নেতা মোহাম্মদ আলী দপ্তর স¤পাদক জামাল উদ্দিন বাকের শ্রমিক দল নেতা আব্দুল মতিন এবং জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি