বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আবিদের স্ত্রীর অবস্থা এখনো সংকটাপন্ন

আবিদের স্ত্রীর অবস্থা এখনো সংকটাপন্ন

ঢাকা, ২০ মার্চ, এবিনিউজ : নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজটির প্রধান বৈমানিক আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমের অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আজ মঙ্গলবার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আফসানা এখন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজটির পাইলট ছিলেন আবিদ। দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে উদ্বিগ্ন তার স্ত্রী আফসানা। প্রথমে তাকে জানানো হয়েছিল, আবিদ আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। পরে তার মৃত্যুর সংবাদ আসে। এর পর থেকে স্ত্রী আফসানা ভেঙে পড়েন।

গত রবিবার সকাল থেকে আফসানা মাথায় প্রচণ্ড যন্ত্রণা বোধ করছিলেন। প্রথমে তাকে তাদের বাসার কাছে উত্তরাতেই একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। পরে শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়।

স্বামীর আকস্মিক মৃত্যুর শোক সামলে উঠতে পারেননি আফসানা। মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। নিউরোসায়েন্স হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার হয়েছে।

বর্তমানে নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদের নেতৃত্বে ৭ সদস্যের একটি চিকিৎসক দলের তত্ত্বাবধানে আফসানার চিকিৎসা চলছে।

উদ্ভূত পরিস্থিতিতে গতকাল সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে আফসানার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এমনকি তার মৃত্যুর খবর দিয়ে কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলে স্ক্রলও দেওয়া হয়। এই খবরে তার আত্মীয়স্বজনের অনেকে হাসপাতালে আসতে থাকেন।

আজ বেলা সাড়ে ১১টায় আফসানার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা হয়। পরে আফসানার সবশেষ অবস্থা গণমাধ্যমকে জানান হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম। তিনি বলেন, ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী গত পরশু এই হাসপাতালে ভর্তি হন। প্রথমে তার সিটিস্ক্যান ও এনজিওগ্রাম করা হয়। এর পর তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এর পর থেকে তিনি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দুবার মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়েছিল। প্রথমবার ছিল মৃদু, পরেরটি মারাত্মক। তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে। এভাবেই এ ধরনের রোগের চিকিৎসা করা হয়। মস্তিষ্কের প্রেশার কমলে খুলি লাগান হবে।

অধ্যাপক বদরুল আলম বলেন, আফসানার মস্তিষ্কের কোনো উন্নতি হয়নি। তবে কিডনি, হৃদ্যন্ত্রসহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করেছে। রক্তচাপ ও তাপমাত্রা স্বাভাবিক। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে আজ সকাল থেকে কিছু পুরোনো ওষুধ বাদ দিয়ে নতুন ওষুধ যোগ করে তার চিকিৎসা চালানো হচ্ছে। এ পরিস্থিতেতে তাকে বিদেশে নেওয়ার সুযোগ নেই বলে জানান তিনি।

ইউএস-বাংলার একটি উড়োজাহাজ গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হলে ২৬ বাংলাদেশিসহ ৪৯ জনের মৃত্যু হয়। ওই ফ্লাইটের প্রধান বৈমানিক ছিলেন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা আবিদ সুলতান।

আবিদসহ ওই দুর্ঘটনায় নিহত ২৩ জনের মরদেহ রোববার দেশে ফিরিয়ে এনে আর্মি স্টেডিয়ামে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মাকে হাসপাতালে রেখে বাবার লাশ আনতে গিয়েছিলেন আবিদ-আফসানার একমাত্র ছেলে তানজিদ সুলতান।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত