শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মতলব প্রেসক্লাবের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মতলব প্রেসক্লাবের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মতলব প্রেসক্লাবের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

চাঁদপুর, ২০ মার্চ, এবিনিউজ : মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম বলেছেন, কাঙ্গাল হরিনাথের যোগ্য উত্তরসূরী হিসেবে মফস্বলের সাংবাদিকরা দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিকদের লেখুনীর মাধ্যমেই দেশ ও সমাজের উন্নয়ন করা সম্ভব। সমাজের সকল ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। প্রশাসনের ইতিবাচক দিকের পাশাপাশি, নেতিবাচক দিকগুলোও প্রচার করে কর্মকর্তাদের সচেতন করে সাংবাদিকরা।

তিনি আরও বলেন, মতলব প্রেসক্লাবের ২৫ বছর আজ পূর্ণ হলো। এটা আপনাদের জন্য সৌভাগ্যের বিষয়। একটি সংগঠন প্রতিষ্ঠার পর সফলভাবে পরিচালনা করা বড় কঠিন ব্যাপার। আজকের এ শুভ দিনে মতলব প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন থেকে এ পর্যন্ত যে সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দরা জড়িত রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই।

আজ মতলব প্রেসক্লাবের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী (রজত জয়ন্তী) উপলক্ষে ক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার পরিচালক ও প্রেসক্লাব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাকসুদুল হক বাবলু, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোটা. ডা. একেএম মাহাবুবুর রহমান, মতলব প্রেসক্লাব বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইউম খাঁন, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, মতলব পৌরসভার প্যানেল মেয়র রোটা. কিশোর কুমার ঘোষ, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, নারায়নপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মতলব প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, সহ-সভাপতি নিমাই চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মোঃ শওকত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রোটা. মাহফুজ মল্লিক, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান চঞ্চল, দপ্তর সম্পাদক রোটা. রেদওয়ান আহমেদ জাকির, প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি নাছিমা আক্তার, সাংবাদিক লোকমান হোসেন হাবীব, মাকসুদ আহমেদ মালেক, আরিফুল ইসলাম শান্ত, মোশারফ হোসেন তালুকদার, সমীর ভট্টাচার্য্য বলু, ইমরান নাজির, তপসিল হাসানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আইসিডিডিআরবির কর্মকর্তা সাদিকুজ্জামান কাঞ্চন মোল্লা। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এদিকে মতলব প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে অনুষ্ঠান শেষে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজল ভট্টাচার্য্য, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদ উল্লাহ ছায়েদ, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সেলিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ত ম বোরহান উদ্দিন।

এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত