![কচুয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/20/kachua-sovajatra_131295.jpg)
কচুয়া(বাগেরহাট) , ২০ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ নিন্ম আয়ের দেশ থেকে নিন্ম মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হওয়া ও জাতিসংঘ স্বীকৃতি দেওয়ায় উপজেলা ব্যাপি এক বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকালে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে কেন্দ্রীয শহীদ মিনার থেকে শুরু এ শোভাযাত্রাটি উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপস্থিত নেতৃবৃন্দ দেশের এই উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম.মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, আ.লীগ ও তার অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারী-বেসরকারী কর্মকর্তা সহ ইউপি চেয়ারম্যান বৃৃন্দ।
এবিএন/শুভংকর দাস বাচ্চু/জসিম/নির্ঝর