![জয়পুরহাটে আশা’র উদ্যোগে “বিশেষ সেবা-সপ্তাহ” উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/20/joypurhat-asha_131305.jpg)
জয়পুরহাট, ২০ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে মধ্যম আয়ের দেশে উত্তরনের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষ্যে আশা’র উদ্যোগে জয়পুরহাটে শুরু হয়েছে সাত দিন ব্যাপী “বিশেষ সেবা সপ্তাহ”।
আজ মঙ্গলবার আশা’র জেলা কার্যালয়ে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আ ত ম আব্দুল্লাহেল বাকী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আশা বগুড়া বিভাগীয় অতিরিক্ত ব্যাবস্থাপক তফাজ্জল হোসেন, ব্র্যাক-জয়পুরহাটের ব্যাবস্থাপক আকতারুল ইসলাম, আশা’র জেলা ব্যাবস্থাপক আবতাব উদ্দিন প্রমুখ।
২০মার্চ মঙ্গলবার থেকে শুরু হওয়া এ বিশেষ সেবা সপ্তাহে জেলার এক হাজারেরও অধিক রুগীকে বিনামূল্যে ডায়াবেটিক টেস্ট, রক্তচাপ পরীক্ষা, ফিজিওথেরাপী পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করা হবে।
বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে মধ্যম আয়ের দেশে উত্তরণের জন্য সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান এবং সকল স্তরের জনগণের অবদান রয়েছে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/নির্ঝর