![উলিপুরে নব-নির্মিত শহীদ মিনারের উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/20/ulipur-sohid-minar_131306.jpg)
উলিপুর (কুড়িগ্রাম) , ২০ মার্চ, এবিনিউজ : কুড়িগ্রামের উলিপুর উপজেলার রজরা এল কে আমিন ডিগ্রী কলেজের নব-নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বজরা ইউপি চেয়ারম্যান ও গভর্নিং বডির সভাপতি আলহাজ রেজাউল করিম আমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ জাফর আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাবুল, জেলা পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম খোকা, সহকারী অধ্যাপক ও আওয়ামীলীগ নেত্রী দিলরুবা বেগম ঝুমা, জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যক্ষ আহসান হাবিব রানা, প্রভাষক নোমন ফেরদৌস খান, বজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাও. রেফাকাত হোসেন, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান আমিন প্রমুখ।
এবিএন/ আব্দুল মালেক/জসিম/নির্ঝর