![খালেদা জিয়ার মুক্তির দাবীতে সিরাজগঞ্জে বিএনপির বিক্ষোভ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/20/abnews-24_131308.jpg)
সিরাজগঞ্জ, ২০ মার্চ, এবিনিউজ : বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, নূর কায়েম সবুজ, অমর কৃষ্ণ দাস, মুন্সী জাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান,
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু ও জেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ প্রমূখ। এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি না দেয়া পর্যন্ত বিএনপি জনগণকে সাথে নিয়ে শান্তিপুর্ন কর্মসূচী পালনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি আন্দোলন চালিয়ে যাবে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা