
দুর্গাপুর (নেত্রকোনা), ২০ মার্চ, এবিনিউজ : জেলার দুর্গাপুরে সোমবার জাতীয় সেবাসপ্তাহ উপলক্ষে রুগী কল্যাণ সমিতির আয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহায়তায় ৩জন মুমূর্ষু রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ।
স্বাধীনতার পর কয়েক দশকের ক্ষুদ্র ক্ষুদ্র অর্জনের ফলশ্রুতিতে জাতিসংঘ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি দিয়েছে। এরই অংশ হিসেবে দুর্গাপুর হাসপাতালে ভর্তিকৃত ৩জন মুমুর্ষ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক ম্যাডিক্যাল কর্মকর্তা ডা. মো. বিলাল উদ্দিন, সাংবাদিক বিজন কৃষ্ণ রায়, জুয়েল রানা প্রমুখ।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা