শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

আশাশুনিতে বোরো আবাদে কৃষকদের সাগ্রহ অংশগ্রহন

আশাশুনিতে বোরো আবাদে কৃষকদের সাগ্রহ অংশগ্রহন

আশাশুনি (সাতক্ষীরা), ২০ মার্চ, এবিনিউজ : আশাশুনি উপজেলার সকল ইউনিয়নে বোরো আবাদে কৃষকদের সাগ্রহ অংশ গ্রহন লক্ষ্য করা গেছে। মাঠে ফসলের অবস্থা খুবই আশাব্যঞ্জক মনে হচ্ছে। কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠে মাঠে কৃষকদের সাথে থেকে সহযোগিতা দিয়ে যাওয়ায় কৃষকরা অনেকটা চিন্তামুক্ত হয়ে কাজ করে যাচ্ছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনি উপজেলায় চলতি মৌসুমে (২০১৭-১৮ অর্থ বছরে) বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছিল ৬ হাজার ৫১০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৬ হাজার ৭৬৫ হেক্টর জমিতে। যার মধ্যে উপশী জাতের ২ হাজার ৩৯৫ হেক্টর ও হাইব্রীড জাতের ২ হাজার ৩৭০ হেক্টর জমি রয়েছে। গত বছরের তুলনায় ৩৪৫ হেক্টর বেশি জমিতে চাষাবাদ হয়েছে। গত মৌসুমে উপশী জাতের ৪ হাজার ৭০ হেক্টর ও হাইব্রীড জাতের ২ হাজার ৩৫০ হেক্টর, মোট ৬ হাজার ৪২০ হেক্টর জমিতে আবাদ হয়েছিল। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান জানান, মৌসুমের শুরু থেকে কৃষকদেরকে সার্বিক পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সার্বক্ষণিক ভাবে কৃষকদের পাশে থেকেছেন। ধানের ব্লাস্ট রোগ ও তার প্রতিকারের উপায় সম্পর্কে পরামর্শ দানের পাশাপাশি লিপলেট বিতরন করা হয়েছে। ফলে বর্তমানে উপজেলার সকল এলাকার ক্ষেতের অবস্থা খুবই ভাল। এভাবে আবহাওয়া ভাল থাকলে ইনশাল্লাহ কৃষকদের মুখে হাসি ফুটে উঠবে।

এবিএন/জি এম মুজিবুর রহমান/জসিম/এজেএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত