![স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ নিয়ে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/20/abnews-24.bbbb_131316.jpg)
খাগড়াছড়ি, ২০ মার্চ, এবিনিউজ : খাগড়াছড়িতে ‘স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের অভিযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে জেলা তথ্য অফিস। আজ মঙ্গলবার বেলা ১১টায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন(সার্বিক)।
খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার এস এম অনিক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত প্রেস ব্রিফিং-এ বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ড. গোফরান ফারুকী, দৈনিক অরন্য বার্তা সম্পাদক চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম। প্রেস ব্রিফিং-এ জেলা সদরের কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
এবিএন/মাইনউদ্দিন/জসিম/তোহা