
বড়াইগ্রাম (নাটোর), ২০ মার্চ, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা আজ মঙ্গলবার বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল প্রামাণিক।
প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক শেখ মুর্তুজা আলী বাবলু, বনপাড়া পৌর আওয়ামীলীগ সভাপতি ও মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা প্রমূখ। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৭ই এপ্রিল মুজিবনগর দিবস পালনের বিষয়ে সিদ্ধান্ত হয়।
এবিএন/আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/তোহা