বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • অভয়নগরে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা প্রশিক্ষণ শিবির উদ্বোধন

অভয়নগরে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা প্রশিক্ষণ শিবির উদ্বোধন

অভয়নগরে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা প্রশিক্ষণ শিবির উদ্বোধন

অভয়নগর (যশোর), ২০ মার্চ, এবিনিউজ : নওয়াপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের আর্থিক সহযোগিতায় ও নারী অধিকার বাস্তবায়ন সংস্থা, অভয়নগর এর বাস্তবায়নে ৪ দিন ব্যাপী কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কার্যক্রমের ওপর এক প্রশিক্ষ শিবির শুরু হয়েছে। শিবিরে ২য় দিনে নারী অধিকার বাস্তবায়ন সংস্থা, অভয়নগর এর নির্বাহী পরিচালক সাফিয়া খানম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নওয়াপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনুল ইসলাম, প্রশিক্ষক লাভলী আখতার লাকী,মিনা সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার সংরক্ষিত ১, ২ ও ৩ ওয়ার্ডের মহিলা কমিশনার আসমা খাতুন এবং নারী অধিকার বাস্তবায়ন সংস্থার অফিস সহকারী কামরুল ইসলাম। গতকাল রোববার ১ম দিনে দুই ধাপে ৬০ জন এবং সোমবার ২য় দিনে দুই ধাপে ৬০ জন মোট ১২০ জন মহিলাকে গর্ভাবস্থায় প্রসব, প্রসবোত্তর মা ও শিশু স¦াস্থ্য পরিচর্যা, মাতৃদুগ্ধ পান, পরিস্কার পরিচ্ছন্নতা, খাদ্য, পুষ্টি ও শিশুর জন্য বাড়তি খাবার, ইপিআই এবং জীবন মান উন্নয়নের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

উল্লেখ্য যে, মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে বর্ণিত প্রশিক্ষণ শেষ হওয়ার ৬ মাস পর পর প্রতি মহিলাকে ৩,০০০ টাকা করে দুই বছরে সর্বমোট ১২,০০০ টাকা প্রদান করা হবে।

এবিএন/সেলিম হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত