![উলিপুরে ৫ জুয়ারু আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/20/atok-abn4_131324.jpg)
উলিপুর (কুড়িগ্রাম) , ২০ মার্চ, এবিনিউজ : কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জুয়ারুকে আটক করেছে।
গতকাল সোমবার রাতে থানা অফিসার ইনচার্জ এসকে আব্দুল্ল্যা আল সাইদের নেতৃত্বে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বিষ্ণুবল্লভ গ্রাম অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
আটকৃতরা হলেন ঐ ইউনিয়নের পূর্ব ধামশ্রেনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম (৫০), উপজেলা স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মী মিজানুর রহমান(৩২), বিষ্ণুবল্লভ গ্রাম মনির উদ্দিনের পূত্র এন্তাজ ফকির (৪০), আনছার আলীর পূত্র ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টিভ রেজাউল করিম(৩২) ও পোদ্দারপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের পূত্র আশরাফুল ইসলাম আশরাফ(৪০)।
থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুল্ল্যা আল সাইদ জানান, আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/আব্দুল মালেক/জসিম/নির্ঝর