বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

তিতাসে প্রশাসনের উদ্দ্যোগে আনন্দ র‌্যালী

তিতাসে প্রশাসনের উদ্দ্যোগে আনন্দ র‌্যালী

তিতাস(কুমিল্লা) , ২০ মার্চ, এবিনিউজ : বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে জাতিসংঘ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ায়, তিতাস উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে আজ মঙ্গলবার সকালে আনন্দ র‌্যালী করেছে।

র‌্যালীটি সকাল ১০.৩০ মিনিটে উপজেলা চত্বর থেকে বের হয়ে হোমনা-গৌরীপুর সড়ক প্রদক্ষিন শেষে চত্বরে এসে এক সংক্ষিপ্ত আলোচনা করে র‌্যালীর সমাপ্তি ঘোষনা করেন । আলোচনায় বক্তরা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন,আকাক্সক্ষা ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। আজ এ স্বীকৃতির মধ্য দিয়ে বাংলাদেশ একধাপ অগ্রযাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. মহসিন ভূইয়া, ওসি মোহাম্মদ নুরুল আলম,কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান মিতু,দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. ইউনুছ, মজিদপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক মিয়া সরকার ও এস আই কমল মালাকারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

এবিএন/কবির হোসেন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত