
মদন (নেত্রকোনা), ২০ মার্চ, এবিনিউজ : নেত্রকোনার মদনে নিরাপদ পানি ও স্যানিটেশ উপর মঙ্গল বার পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) এর বাস্থবায়নাধীন ওয়াশ প্রকল্পের উদ্যোগে দাতা সংস্থা চ্যারিটি ওয়াটারের অর্থায়নে ও কনসার্ন ওয়াল্ডওয়াইড এর সহযোগিতায় “ওয়াশ ফর দ্যা ওয়েলবিয়িং অফ্পুওর এন্ড এক্সট্রীম পুওর ইন হাওর এন্ড কোষ্টাল রিজিওনস ইন বাংলাদেশ” এর প্রকল্পের সমাপ্তি সভা উপজেলা পাবলিক হলে অনুষ্ঠিত হয়। পিবিকে ওয়াশের প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলামের ঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ, টেকনিক্যাল স্পেশালিস্ট কনসার্ন ওয়াল্ডওয়াইড মোঃ কাজী রাশেদ হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, নাসরিন আক্তার প্রমূখ।
টেকনিক্যাল স্পেশালিস্ট কনসার্ন ওয়াল্ডওয়াইড মোঃ কাজী রাশেদ হায়দার বলেন, পিবিকে ওয়াশ প্রকল্পটি মদন উপজেলায় ০৭ টি ইউনিয়নে গত ১লা এপ্রিল ২০১৭ থেকে কার্যক্রম শুরু করে ৩১ র্মাচ ২০১৮ প্রকল্পের মেয়াদ শেষ হতে চলছে, সে লক্ষ্যে গত ১ বছরে কার্যক্রমের লক্ষিত ও অর্জিত সাফল্য নিয়ে আজকের এই প্রকল্প সমাপ্তি সভা আয়োজন করা হয়। পিবিকে গত এক বছরে উপজেলার ০৭ টি ইউনিয়নে ১৩৩ কমিউনিটিতে ও ৫টি সপ্রাবি এ আর্সেনিক মুক্ত গভীর নলকূপ স্থাপন নিশ্চিত করে, দরিদ্র অতিদরিদ্র জনগোষ্ঠির মাঝে নিরাপদ পানি ব্যবহারের হার বৃদ্ধি করেছে।
তথ্য অনুযায়ী উপজেলার ৬৩১৭ টি পরিবারের ৩১০১৭ জন মানুষ নিরাপদ পানির সুবিধা পাবে, যা উপজেলার মোট জনসংখ্যার ১৫ শতাংশ। সভায় উপজেলা প্রশাসন,পরিষদ, মিডিয়া ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গভীর নলকূপ গ্রহীতাগণ সহ অন্যন্যা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/তোহা