![রাজশাহীকে হারিয়ে সেমিফাইনালে ভুরুঙ্গামারীর প্রমিলা ফুটবল দল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/20/abnews-24.bbbbbbbbbbbbbbbb_131337.jpg)
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম), ২০ মার্চ, এবিনিউজ : জাতীয় পর্যায়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে রাজশাহীকে হারিয়ে সেমিফাইনালে ওঠেছে কুড়িগ্রাম ভুরুঙ্গামারীর বাঁশজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রমিলা ফুটবল দল।
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে বিকেল ৩.৩০ টায় রংপুর বিভাগীয় চ্যম্পিয়ন ভুরুঙ্গামারীর বাঁশজানী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রমিলা ফুটবল দল রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন রাজশাহীর গোদাগাড়ীর সোনাদীঘি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রমিলা ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত খেলায় ৩-১ গোলে পরাজিত করে সেমিফাইনাল খেলা নিশ্চিত করে। সেমিফাইনালে দলটি খুলনা বিভাগের সাথে খেলবে।
আগামী ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে। বাঁশজানী দলের অধিনায়ক স্বরলিকা সেমিফাইনালে ওঠায় আনন্দ প্রকাশ করে জানান, সকলের ভালোবাসাও দোয়ায় আগামী খেলাতেও তারা ভালো ফলাফল করবেন। দলের সার্বিক দায়িত্বে নিয়োজিত সহকারী শিক্ষা কর্মকর্তা মুকুল চন্দ্র বর্মন সেমিফাইনালেও বিজয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান।
উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগ্ফুরুল হাসান আব্বাসী ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন অভিনন্দন জানিয়ে বলেন, দলটি এ উপজেলা, জেলা এবং রংপুর বিভাগের সম্মান অক্ষুন্ন রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এবিএন/এ এস খোকন/জসিম/তোহা